প্রতিষ্ঠাতাঃ- হাতিয়া দ্বীপের ঐতিহ্যবাহী দ্বীনি পরিবারের সন্তান পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন রাজনীতিবিদ তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের চীফ হুইপ শিক্ষা মন্ত্রনালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হাই ।
অবস্থানঃ- নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাই সাহেবের বাড়ির দরজায় হাতিয়ার প্রধান সড়কের পার্শ্বে ।
অবস্থানঃ- হাতিয়া উপজেলা পরিষদ থেকে ৭০৫ কি.মি. দক্ষিনে হাতিয়ার প্রধান সড়কের পার্শ্বে ।বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামে নিরিবিলি ও মনোরম পরিবেশে বৃহৎ খোলা-মেলা জায়গায় অবস্থিত ।স্থানান্তরের জন্য জমি ও আর্থিক সহযোগীতা দান করেন প্রতিষ্ঠাতার সূযোগ্য সন্তান জনাব এ,এস,এম রশিদুল হাই। সাবেক সচিব, গৃহায়ন ও গন পূত মন্ত্রনালয় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
গভর্নিং বডিঃ- ১৪ সদস্য ।
সভাপতিঃ- মোঃ মাহবুব মোর্শেদ, চেয়ারম্যান , হাতিয়া উপজেলা পরিষদ ।
শিক্ষকঃ- ২২ জন ।
অধ্যক্ষঃ- আবু ইউসুফ মুহাম্মাদ ইদ্রিস।
সহকারীঃ- গ্রন্থাগারিকঃ- ১ জন।
কর্মচারীঃ- তৃথীয় শ্রেণী ২ জন।
চতুথ শ্রেণী ৪ জন।
ছাত্র- ছাত্রীর সংখ্যাঃ-
ছাত্র – ৫৫৫ জন।
ছাত্রী – ৫৩৯ জন।
মোট – ১০৯৪ জন।
Results
Publish Result in HATIA DARUL ULUM KAMIL (M.A) MADRASHA